parbattanews

দীঘিনালায় প্রান্তিক মাছ চাষীদের মাঝে পোনা বিতরণ

দীঘিনালায় দুস্থ ও প্রান্তিক মাছ চাষীদের মাঝে পোনা মাছ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে উপজেলার দুস্থ ও প্রান্তিক মাছ চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা মৎস্য আহবায়ক মিজ শতরূপা চাকমা, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা প্রমুখ।

এতে উপজেলার অধশতাধিক দুস্থ প্রান্তিক মাছ চাষীদের মাঝে ২ শত ৫০ কেজি পোনা মাছ বিতরণ করা হয়।

মাছের পোনা পেয়ে কবাখালী ইউনিয়ন এর সমর আলী বলেন, সাম্প্রতিক বন্যায় আমার পুকুর থেকে অনেক মাছ চলে গেছে। মৎস্য অফিস থেকে পোনা মাছ বিতরণে মাছ চাষে যে হতাশা ছিল তা অনেকটা কেটে গেছে।

উপজেলার মেরুং ইউনিয়নের জালবান্দা এলাকার উজালা ত্রিপুরা বলেন, বন্যায় আমার পুকুর ডুবে অনেক মাছ চলে গেছে। মৎস্য অফিস থেকে পোনা মাছ পেয়ে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Exit mobile version