parbattanews

দীঘিনালায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দীঘিনালা প্রতিনিধি:

‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করি রঙ্গীণ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে দীঘিনালা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিশু কিশোররা অংশ নেন। র‌্যালিটি উপজেলার লারমা স্কোয়ার প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.  আতিকুল্ল্যাহ পাটোয়ারি প্রমুখ।

পরে শিল্পকলা একাডেমীতে শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কণ ও কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানের প্রধান বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Exit mobile version