parbattanews

দীঘিনালায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর

দীঘিনালা উপজেলা মেরুং বাজারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

জানা যায়, মেরুং বাজারের পুলিশ ফাঁড়ির সামনে স্থাপন করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। মঙ্গলবার  ভোররাতে দুর্বৃত্তরা ব্লেড দিয়ে বঙ্গবন্ধুর চারটি ছবি কেটে দেয়। পরে সকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের নজরে আসে।

এ ব্যাপারে মেরুং ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল গাজী জানান, গত শুক্রবার  ছোট মেরুং কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা আবদুল হামিদ নোমান ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়েছিলো যার ফলে বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপর হামলা!

এ ব্যাপারে ছোট মেরুং কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মালেক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার জুমার নামাজ শেষ করে ছুটি না নিয়ে পালিয়ে যায়।

দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সফিক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version