parbattanews

দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ বন্দুকযুদ্ধে নিহত-১

নিহত

সিনিয়র স্টাফ রিপোর্টার :

উগ্রসাম্প্রদায়িক পাহাড়ীরা যখন দীঘিনালার বাবুছড়া থেকে বিজিবি‘র সদর দপ্তর প্রত্যাহারের দাবীতে আন্দোলন করছে, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উপর ঐক্যবদ্ধভাবে হামলা করছে ঠিক তখনই নিজেদের আধিপত্য বিস্তারের লড়াইয়ে উপজেলার বাবুছড়া ইউনিয়নের দূর্গম নাড়াইছড়ি এলাকায় উগ্র সাম্প্রদায়িক পাহাড়ী সংগঠন চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এবং সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস‘র মধ্যকার বন্দুকযুদ্ধে একজনের প্রাণ ঝরেছে।

স্থানীয় সূত্রগুলো প্রাপ্ত খবরের সত্যতা নিশ্চিত করলেও এবিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি দীঘিনালা থানা পুলিশ। নাম প্রকাশে অপারগতা প্রকাশ করে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র দাবী করেছে, বৃহষ্পতিবার (১৯ মার্চ) বিকালে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় বিবদমান দুটি গ্রুপের মধ্যে প্রায় ঘন্টাব্যাপি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপিডিএফ‘র এক কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে স্বশস্ত্র আঞ্চলিক সংগঠনের রোষানলে পড়ার ভয়ে স্থানীয় সূত্রগুলো নিজেদের নাম প্রকাশে রাজি হয়নি। সন্তু লারমা লোকজন তাদের কর্মীদের লক্ষ্য করে ব্রাশফায়ার চালিয়েছে নিশ্চিত করলেও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ দীঘিনালা উপজেলা শাখার সংগঠক কিশোর চাকমা হতাহতের বিষয়টি তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি তিনি।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস‘র কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘এরকম সংবাদ আমিও শুনেছি; তবে এ ঘটনার সাথে আমাদের লোকজনের কোন সম্পৃক্ততা নাই।’ স্থানীয় নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট সুত্রগুলো একইভাবে বিষয়টি শুনেছেন, তারাও এবিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। ঘটনাস্থল দূর্গম পাহাড়ী এলাকা হওয়ার কারণে সময় লাগছে বলেও সুত্রটি দাবী করেছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার খবর শুনলেও পুরোপুরি নিশ্চিত করতে পারেননি।

Exit mobile version