parbattanews

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় হাচিনপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন দীঘিনালা জোনের এ্যাডজুট্যান্ট
ক্যাপ্টেন রাফিদ মাহমুদ সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো.ইউনুছ মিয়া প্রমুখ।

আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মোছা. আমেনা বেগম বলেন, বাড়ি ঘরে বন্যার পানি উঠায় তিন/চার দিন ধরে আশ্রয়কেন্দ্রে আছি, বাড়িতে যেতে পরছিনা। সেনাবাহিনী ত্রাণ দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, আটা, তেল, লবণ, চিনি, দিয়াশলাই ও বিস্কুট।

এসময় অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

Exit mobile version