parbattanews

দীঘিনালায় বন্য প্রাণী পাচারের অভিযোগে দুজনের কারাদণ্ড

দীঘিনালায় বন্য প্রাণী পাচারের অভিযোগে দুজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে একটি তক্ষক নিয়ে দীঘিনালা থেকে লংগদু যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত আশরাফ উদ্দীনের ছেলে আজিজ উদ্দীন (৪৫) এবং জয়দেবপুর জেলার ভবানীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মিলন মিয়া (২৩)।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ওসি উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুরে দীঘিনালা থেকে মোটরসাইকেল যোগে লংগদু যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার পুলিশ একটি তক্ষকসহ তাদের আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী হাকিম মোহাম্মদ উল্ল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

Exit mobile version