parbattanews

দীঘিনালায় বিএনপি’র অর্ধশতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

news-pic3-18-11-16-copy

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেছেন, ‘১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি করার ফলে পাহাড়ে স্থায়ীভাবে শান্তি ফিরে এসেছে। এখন মানুষ অবাধে চলাফেরা করতে পারছে। যার ফলে পাহাড়ের দূর্গম এলাকায় রাস্তাঘাট, ব্রীজ, কার্লভাট ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবন-যাত্রার মান ব্যাপক উন্নতি লাভ করেছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরুদ্ধে সোচ্চার হয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান।

শুক্রবার উপজেলার র‌্যাংকার্যা শহীদ জব্বার ক্লাবে অনুষ্ঠিত সভায় মেরুং দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলী আহম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রওশন আলী ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হেলাল উদ্দিন এবং মেরুং ইউনিয়নেরর্  যুবলীগ মো. রফিক প্রমূখ।

আলোচনা সভা শেষে ওমর আলী ও সাইদুল ইসলামের নেতৃত্বে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কাশেমের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনে’র অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন।

Exit mobile version