parbattanews

দীঘিনালায় বিজয় দিবস উদযাপন

000

দীঘিনালা প্রতিনিধি:
দীঘিনালা উপজেলায় ৪৫ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের পর পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।  এরপর অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবি সংগঠন।
পরে উপজেলা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন,  এ সময় অভিবাধন গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ এলিশ সরমিন এবং দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।

এ দিকে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা বের করে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। পরে শোভাযাত্রাটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায়  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম রাজু, সাংগঠনিক সম্পাদক নিউটন মহাজন, প্রচার সম্পাদক ইলিয়াস চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সীমা দেওয়ান, যুবলীগ সভাপতি মোজাফ্ফর হোসেন, ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম, সমাজকর্মী ঝর্ণা রায়।

Exit mobile version