parbattanews

দীঘিনালায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বৈশাখী পূর্ণিমা উদযাপিত

Capture copy
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাধনা টিলা বনবিহারে ধর্মীয় শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে জাঁকজমক পূর্ণভাবে বৈশাখী পূর্ণিমা পালন করা হয়েছে।

রোববার সকালে দীঘিনালা বাবুছড়া আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে এক ধর্মীয় শোভা যাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাধনা টিলা বনবিহারের বিহার অধ্যক্ষ বুদ্ধ বংশ ভান্তে।

ধর্মী শোভা যাত্রাটি  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার নারী পুরুষ অংশ প্রহণ করেন। পরে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈশাখী পূর্ণিমার এ দিনে গৌতম বুদ্ধ মানব রূপে জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বান প্রাপ্ত হন বলে তাদের বিশ্বাস।

এছাড়া সাধনাটিলা বনবিহারে একটি বরমাগানা মন্দির (আশীর্বাদ প্রার্থনা মন্দির) উদ্বোধন করেন বিহারধ্যক্ষ বুদ্ধ বংশ ভান্তে। এছাড়া বিহারে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, ভান্তেদের পিন্ডদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাড আশুতোষ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, খগেশ্বর ত্রিপুরা।

Exit mobile version