parbattanews

দীঘিনালায় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা 

 

দীঘিনালায় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে দীঘিনালা বনবিহারের ভিক্ষু সংঘ এবং পরিচালনা কমিটির উদ্যোগে উপজেলার লারমা স্কোয়ার থেকে শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি  দীঘিনালা থানা বাজার প্রদক্ষিণ করে কামাকোছড়া ধর্মাঙ্কুর ধলাইমা বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল সাড়ে সাতটায় বেলুন উড়িয়ে বৌদ্ধ পূর্ণিমার শোভাযাত্রা উদ্ধোধন করেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান তাপস। পরে আলোচনা সভায়, উদাল বাগান সংঘরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধালংকার  মহাস্থবিরের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান তাপস।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব,  বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা,  শাক্যমুনি চাকমা প্রমুখ।

আলোচনা সভার আগে অনুষ্ঠানের প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান তাপস বৌদ্ধ পূর্ণিমার কেক কাটেন।

Exit mobile version