দীঘিনালায় বৌদ্ধ ভিক্ষু শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের জন্মদিন উদযাপন

dighinala

খাগড়াছড়ি সংবাদদাতা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষু শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ৬১-তম জন্মদিন উপলক্ষে আজ  শুক্রবার দীঘিনালা বন বিহারে জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়েছে।  দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান ও নন্দপাল মহাস্থবিরের ধর্মদেশনা শ্রবণ।

অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার কয়েক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী ফুল-ফল আর বিভিন্ন উপঢৌকন নিয়ে বন বিহারে হাজির হন। পার্বত্য বৌদ্ধ মিশনের অধ্যক্ষ সুমনালংকার মহাথেরো’র সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মবার্ষিকী সভায় সাবেক যুগ্ম-সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ঠ সমাজসেবক বিজয় কেতন চাকমা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা, লেখক প্রকাশ দেওয়ান এবং বিহার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা বক্তব্য রাখেন।  

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন