parbattanews

দীঘিনালায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া

Dighinala picture (03) 09-03-2017 copy

দীঘিনালা প্রতিনিধি:

‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকসই উন্নয়ন’ এ স্লোগান নিয়ে উদযাপিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৭।

বৃহস্পতিবার দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুপ্রিয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, ফায়ার সার্ভিস’র দীঘিনালা স্টেশন অফিসার মো. হারুনুর রশিদ এবং প্রধান শিক্ষক সাধন মনি চাকমা।

এসময় শিক্ষার্থীদের ভূমিকম্পে উচু ভবন থেকে আহত ব্যক্তিদের নিচে নামিয়ে আনা, তেলের আগুন নেভানো এবং কাঠ ও বাঁশের আগুন নেভানোর মহড়া প্রদর্শণ করা হয়।

Exit mobile version