parbattanews

দীঘিনালায় মহান বিজয় দিবস উদযাপিত 

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্য উঠার সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি।

পরে উপজেলা প্রশাসন সকাল ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দীঘিনালা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি পুষ্পস্তবক অর্পণ করেন।

দীঘিনালা খেলার মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ এবং ক্রীড়া প্রতিযোগিতা।

কুচকাওয়াজ এবং ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম এবং দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন ভূইয়া।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version