parbattanews

দীঘিনালায় ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা; প্রয়োজন মাতৃভাষায় শিক্ষা’ শীর্ষক এ্যাডভোকেসী সভা

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ইউনিক ২ প্রকল্প’র উদ্যোগে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা; প্রয়োজন মাতৃভাষায় শিক্ষা’ শীর্ষক এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু নব কমল চাকমা।

ইপসা’র দীঘিনালা এলাকা ব্যাবস্থাপক এসএম জিয়াউল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিস ঝর্না চাকমা, চাকমা ভাষা পরিষদ এর চেয়ারম্যান আনন্দময় চাকমা, জাবারাং কল্যাণ সমিতির উপজেলা সমন্বয়কারী বিদ্যুৎজ্যোতি চাকমা, বাবুছড়া সোনামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপুলাক্ষ চাকমা এবং কবি বরদেন্দু চাকমা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, আমাদের শিশুরা সরাসরি বাংলা ভাষায় পড়ালেখা করতে সমস্যা হয়। তাই দীর্ঘদিন যাবৎ শুনে আসছি মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালু করা হচ্ছে। বাংলা ভাষার পাশাপাশি মাতৃভাষায় শিক্ষা দিলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

Exit mobile version