parbattanews

দীঘিনালায় মুক্তিযোদ্ধা কোটা ৩০% পূনর্বহালের দাবীতে অবস্থান কর্মসূচি

দীঘিনালা প্রতিনিধি:
সরকারি চাকুরিতে  মুক্তিযোদ্ধা কোটা ৩০% পূর্ণবহালসহ স্বাধীনতাবিরোধী, জামায়াত, শিবির ও রাজাকার সন্তানদের সরকারি চাকুরি থেকে  অব্যহতির দাবীতে দীঘিনালা শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দীঘিনালা উপজেলা কমিটি|

সোমবার(৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা শহীদ মিনারে এ  অবস্থান কর্মসূচি পালিত হয়|

দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মো. কামরুজ্জামান সুমন এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা সন্তান কমান্ড এর সভাপতি মো. হারুন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  মো. এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা, আ. মোতালেব সুফি, নূরুল ইসলাম এবং সন্তান কমান্ড  এর সদস্য প্রণয় বড়ুয়া প্রমূখ|

সমাবেশে বক্তারা বলেন,  মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের কোটা আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহত করার ঘোষণা দিয়ে নেতৃবৃন্দরা বলেন, বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছে বলেই আজ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। এদেশে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা সকলকে স্মরণ রেখে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা যথাযথ বাস্তবায়নের দাবী জানান তারা।

 

Exit mobile version