parbattanews

দীঘিনালায় মৎস্য ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

DUF-1

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
দীর্ঘদিন প্রতিক্ষার পর ঢাকা মৎস্য অধিদপ্তরের প্রকল্পের অধীনে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মৎস্য ভবন কাম-ট্রেডিংসেন্টার নির্মাণ কাজ’র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পুরাতন মৎস্য ভবন সংলগ্ন চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবন নির্মানের কাজে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা আ.ব.ম আকতারুজ্জামান, উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল, প্রকৌশলী সুখেন্দু ভূষন দাশ, প্রকৌশলী আবু নাসের আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্পনা চাকমা। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, মৎস্য ভবন নির্মান কাজের ঠিকাদার মো. মিজানুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা প্রিয় সম্পদ চাকমা প্রমুখ।

নির্মাণ কাজ উদ্বোধন কালে এক প্রশ্নের উত্তওে দীঘিনালা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা বলেন, অনেক দিন যাবৎ জরাজীর্ণ ভবনে অফিস করে আসছিলাম। বৃষ্টি আসলে অফিসে পানি ঢুকে পড়ত। অফিসিয়ালি কাজ করতে অনেক কষ্ট করতে হত। এক সাথে মাছ চাষিদেরকে নিয়ে মাছ চাষ সর্ম্পকে আলোচনা করতে অসুবিধা হত। ভবন নির্মান’র কাজ শুরু হয়ে ভালই হল। চাষিদেরকে আধুনিক ভাবে মাছ চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় এই সম্পর্কে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া যাবে।

 

Exit mobile version