parbattanews

দীঘিনালায় শিশুদের বই পড়া উৎসব

দীঘিনালা প্রতিনিধি:

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে দীঘিনালায় শিশুদের বইপড়া উৎসব উদযাপিত হয়েছে।শুক্রবার দীঘিনালা গণপাঠাগার, ইউএসআইডি-এর অর্থায়ন ও সেভ দ্য চিলড্রেন, বিয়ন্ড এক্সেস এবং জাবারাং-এর কারিগরি সহযোগিতায় বই পড়া উৎসব আয়োজন করা হয়।

উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত শিশুদের বই পড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা।

দীঘিনালা গণপাঠাগার এর সভাপতি রাজীব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ্ব উদ্দীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইনুদ্দীন, জাবারাং-এর রিড প্রকল্পের টেকনিক্যাল অফিসার মি. অরুণ জ্যোতি চাকমা, পল ত্রিপুরা, দীঘিনালা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা প্রমুখ।

প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয় থেকে ১ম, ২য় ও ৩য় শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে বর্ণমালা সাজিয়ে লেখা, বর্ণমালা দিয়ে শব্দ তৈরি করা, শব্দ দিয়ে বাক্য গঠন, সারাংশ পড়ে উত্তর লেখা, স্মৃতি শক্তি পরীক্ষা, যুক্তবর্ণ আলাদা করাসহ নয় ধরণের খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version