parbattanews

দীঘিনালায় ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ নামে নিরাপত্তাবাহিনীর বিশেষ অনুষ্ঠান

দীঘিনাল প্রতিনিধি:

ইংরেজি বছরের প্রথম দিনে মনোজ্ঞ ‘সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করেছে, দীঘিনালা জোনের নিরাপত্তাবাহিনী। সোমবার (১জানুয়ারি) সন্ধ্যায় বাবুছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ নামের অনুষ্ঠানে দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর সাব্বির আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেজর রাফি হায়দার চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা  কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা এবং বাবুছড়া ইউনিয়ন পরিষদ সুগত প্রিয় চাকমা এবং আওয়মী লীগ নেতা মো. মজিবুর রহমান।

সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন, বানছড়া আনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেনু মারমা, প্রত্যাশা চাকমা, শোভা এবং নৃত্য পরিবেশন করেন প্রকাশী চাকমা, জিনা চাকমা, দুই সহোদর সুইটি চাকমা এবং প্রমিজ চাকমা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে অনুষ্ঠিত বিজয় উৎসব পরিবেশন করা হয়।

সম্প্রীতি সন্ধ্যার আলোচনায় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, সারা দেশে বাংলাদেশ নিরাপত্তাবাহিনী মানুষের কল্যাণে কাজ করছে। ঠিক পার্বত্য জেলাতেও তার ব্যতিক্রম নয়। বছরের প্রথম দিনে এভাবে সাংস্কৃতিক সন্ধ্যা নামে ব্যতিক্রম আয়োজনে দর্শক উপস্থিতি বলে দিচ্ছে, সাংস্কৃতিক সন্ধ্যায় সবাই উৎফুল্ল।

Exit mobile version