parbattanews

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান

দীঘিনালা জোনের উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নগদ অর্থ সহায়তা তুলে দেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ পিএসসি।

এ-সময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক ও জোনাল স্টাফ অফিসার মেজর আদিব বিন আকরাম, মেজর কাউছার রাশেদ সফল, আরএমও ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান।

চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বেতছড়ি গ্রামের পারভীন আক্তার (৪৫)। তিনি জানান, আমার ছেলে আরিফুল ইসলাম (১১) দীর্ঘ দিন যাবৎ পাকস্থলীর রোগে ভোগছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। সেনাবাহিনীর আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি লাগছে।

অন্যদিকে বোয়ালখালী ইউনিয়নের প্রদী চাকমা (৩২) জানান, আমার স্বামী বলরাম চাকমা (৪০) লিভার সিরোসিস রোগে ভুগছে। চিকিৎসা করাতে গিয়ে সবই-সহায় সম্বল শেষ। এখন সেনাবাহিনীর নিকট আবেদন করেছি, তাদের নগদ অর্থ সহায়তা পেয়ে ভালো লাগছে। এখন স্বামীর চিকিৎসা করাতে পারবো।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ পিএসসি জানান, দীঘিনালা জোন নিয়মিত অসহায়, গরীব ও দুঃস্থ লোকজনের সহায়তা প্রদান করে আসছে, ভবিষ্যতওে তা অব্যাহত থাকবে।

Exit mobile version