parbattanews

দীঘিনালায় সেনাবাহিনীর সচেতনতা মূলক অগ্নিনির্বাপন মহড়া

দীঘিনালায় সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সচেতনতামূলক অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দীঘিনালা জোনের চংড়াছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতছড়ি আর্মি ক্যাম্পের সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মো. মাসুদ রানা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চংড়াছড়ি ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রউফ এবং ফায়ার সার্ভিস এর উপ পরিদর্শক মো. নুরে আলম সিদ্দিকী।

বেতছড়ি আর্মি ক্যাম্পের সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মোঃ মাসুদ রানা বলেন, বর্তমান মৌসুমে অতি শুস্ক হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তার জন্য চংড়াছড়ি এলাকায় জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্যে এ আয়োজন করা হয়। মহড়ায় এলাকার শতাধিক লোকজন উপস্হিত ছিলেন।

Exit mobile version