parbattanews

দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশন বিক্ষোভ মিছিল ও সমাবেশ

HWF সমাবেশ

দীঘিনালা প্রতিনিধি:

“পার্বত্য চট্টগ্রাম’সহ সারাদেশে নারী ধর্ষণ-নির্যাতন বন্ধ কর” শ্লোগান দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের উপজাতি নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন (HWF)। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় উপজেলা সাংগঠনিক কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে দীঘিনালা অভিমুখে যাত্রা করে। দীঘিনালা থানা বাজার হয়ে পরে মিছিলটি দীঘিনালা বাস-টার্মিনাল ঘুরে লারমা স্কয়ার সংলগ্ন দীঘিনালা কলেজ গেইটে সমাবেশ করে।

মূলত, বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাসনা চাকমা নামে এক উপজাতি নারীকে ধর্ষণ চেষ্টা করার অভিযোগ এনে অভিযুক্তদের শাস্তির দাবীতে এই বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা থানা শাখার সভাপতিসহ, কলেজ নেতৃবৃন্দ’রা বক্তব্য রাখেন।
এসময়, পাহাড়ি ছাত্র পরিষদ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট (ইউপিডিএফ’র) নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Exit mobile version