parbattanews

দীঘিনালায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা সম্পন্ন

News & Pic-1

দীঘিনালা প্রতিনিধি:

অর্থ পুষ্টি স্বাস্থ্য চান-দেশি ফল বেশি খান প্রতিপাদ্যকে বিষয় নিয়ে দীঘিনালা উপজেলায় কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা শেষ হয়েছে তিন দিনব্যাপী কৃষি। পরে সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠে পুরষ্কার বিতরণ অনুষ্ঠাণে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা। অনুষ্ঠানে চাষীদের মাঝে বনায়ন, এনজিও এবং হটিকালচার সেন্টার তিন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়। বনায়নে ১ম হয় আমেরিকান টোব্যাকো, ২য় হয় এনজিও সংস্থা আনন্দ ও ৩য় হয় দীঘিনালা হর্টিকালচার সেন্টর। এবার কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলায় ৮টি প্রযুক্তির ব্যবহার নিয়ে স্টল বসে।

Exit mobile version