parbattanews

দীঘিনালায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। ‌‌‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা কমপ্লেক্স প্রদক্ষিণ শেষে মেলায় অংশ নেয়।

পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রদর্শিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, ইউআরসি মোহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাঈম হোসেন প্রমুখ।

তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপজেলার সরকারি প্রতিষ্ঠান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রকল্পের প্রদর্শিত হয়েছে।

এতে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ, হাচিনসন পুর উচ্চ বিদ্যালয়, কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজ, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয় ও ছোট মেরুং উচ্চ বিদ্যালয়সহ উপজেলার এলজিইডি, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রাণি সম্পদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন।

Exit mobile version