দীঘিনালায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভিক্ষু নিবাস উদ্বোধন

fec-image

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাঘাইছড়ি সংঘ রাজ বৌদ্ধ বিহারের নব নির্মিত ভিক্ষু নিবাসের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, যারা ধর্ম চর্চা করেন, তারা হিংস হন। তারা সারা বিশ্বে বৌদ্ধ ধর্মের শান্তির বাণী প্রচার করে থাকেন।

সোমবার (২৯ মে) সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় বিহার পরিচালনা কমিটির সভাপতি লক্ষ্মী ধন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলুৎপল খীসা, শতরুপা চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, “বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় ১১ লাখ রোহিঙ্গা লোকজনদের লালন করছেন, মানবতা আছে বলেই তিনি তাদের আশ্রয় দিয়েছেন। সারা দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পাশ্ববর্তী বাঘাইছড়ি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত আরো একটি ধর্ম সভায় যোগদান করেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীঘিনালা, ভিক্ষু নিবাস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন