parbattanews

দীঘিনালায় ৪ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

দীঘিনালায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি ইটভাটায় ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এসময় ৪টি ইট ভাটায় ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা পরিষদ কার্যালয়ের তথ্যমতে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর বিভিন্ন ধারা অমান্য করে ভাটা পরিচালনা এবং জ্বালানি কাঠ পুড়ানোর দায়ে ৪টি ভাটায় বিভিন্ন দন্ড দেয়া হয়। দীঘিনালার হেডম্যান পাড়ার এডিবি ব্রিকসের লুতফর রহমানকে ৮০ হাজার টাকা, মধ্যম বোয়ালখালীর কর্ণফুলী ব্রিকস ইউনিট ১ ও ২ এর রাকিব উদ্দিনকে ১ লাখ ২০ হাজার টাকা মেসার্স সেলিম এন্ড ব্রাদার্সের ওয়াহিদুজ্জামানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
পার্বত্য চট্টগ্রামের সব ইটভাটা বন্ধ করতে গেল ২৫ জানুয়ারি স্থানীয় প্রশাসনকে ৭ দিনের সময় বেধে দিয়ে নির্দেশনা দেয় বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি ফাতেমা নজীবের আদালত। কিন্তু তা কার্যকর না করে নিয়মিত আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে খাগড়াছড়ির স্থানীয় প্রশাসন।
Exit mobile version