দীঘিনালায় ৫১ বিজিবি’র সদর দপ্তর স্থাপনে এবার বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদর দপ্তর স্থাপন করতে গিয়ে অধিগ্রহনকৃত জায়গার পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের জায়গা দখল করে নেওয়ার অভিযোগ তোলা হয়েছে এবার। এ অভিযোগে ২নং বাঘাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২একর জায়গা এবং কাঠামো মুক্ত করার দাবীতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী এবং অভিভাবকবৃন্দের ব্যানারে র‌্যলি করে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
বুধবার উপজেলার কলেজগেট এলাকা থেকে র‌্যলি শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট পাড়াগুলোর ৫১জন স্বাক্ষর করেছেন স্মারকলিপিতে দাবী করা হয়েছে, বিজিবি’র অধিগ্রহনকৃত জায়গায় সদর দপ্তর স্থাপন কার্যক্রমের সময় অধিগ্রহনের বাহিরের অংশে বিদ্যালয় ভবনসহ বিদ্যালয়ের ২ একর জায়গাসহ কাঁটা তারের বেড়া দিয়ে তাদের অন্তর্ভূক্ত করে নেওয়া হয়। এর পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে এবং বিদ্যালয়টিও অনিয়মিত হয়ে পড়েছে।
অপরদিকে স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন