parbattanews

দীঘিনালায় ৫ শতাধিক শিক্ষার্থীকে বাল্যবিবাহ না করার শপথ করান ইউএনও

দীঘিনালায় লাল কার্ড দেখিয়ে ৫ শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহ না করার শপথ করিয়েছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ শপথ করান।

এসময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. সুস্মিতা বিশ্বাস।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম হাত উচিয়ে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করালে শিক্ষার্থীরা সমস্বরে হাত উচিয়ে লাল কার্ড প্রদর্শন করে বাল্যবিবাহ না করার শর্তে শপথবাক্য করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মনি চাকমা প্রমুখ। এসময় দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫শত ৩৭ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Exit mobile version