parbattanews

দীঘিনালা আগুনে পুড়ে গেছে ১১ টি দোকান প্রায় ক্ষতির পরিমাণ প্রায় ১৩ লক্ষ টাকা

Fir copy

মো. আল আমিন, দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবোয়ালখালী বাজারের গত (সোমবার) রাত সাড়ে ৩টা দিকে  আগুনে পুড়ে গেছে ১১টি দোকান ঘর । স্থানীয়সূত্রে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৩ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

পুড়ে যাওয়া দোকনের মধ্যে ১টি ফার্মেসী, কুলিং কর্ণার ২টি, মুদি দোকান ২টি, মোবাইলের দোকান ১টি, কাঁচামালে  ২টি, সেলুন ১টি, চা দোকান ১টি, অটোরিক্সা চার্জের দোকান ১টি।

প্রত্যক্ষর্দশীরা জানায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া একমাত্র ফার্মেসী দোকানদার মোঃ আবদুল মান্নান কান্না জড়িত কন্ঠে বলেন, অনেক কষ্টে গড়া আমার ফার্মেসীটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল ,আমার সহায় সম্বল বলতে কিছু রইলনা, আগুনে পুড়ে আমার প্রায় ২লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

এদিকে ঘটনার পর ঘটনাস্থলে পরিদর্শন করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল ও স্থানীয় ইউপি সদস্য গনেশ্বর ত্রিপুরা মানিক। । পরিদর্শনকালে ইউএনও বলেন, আজ মঙ্গলবারের বিকালের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারীভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Exit mobile version