দীঘিনালা এখন পোস্টারের নগরী : প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Dighinala Ne

খাগড়াছড়ি প্রতিনিধি :

দীঘিনালা এখন পোস্টারের নগরীতে পরিণত হয়েছে। উপজেলা নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন প্রার্থীরা। জয়ের শতভাগ স্বপ্ন সকলের চোখে। তাইতো কমতি নেই আশা-প্রত্যাশার। তবে প্রাপ্তিটা দেখা যাবে ৩১ মার্চ নির্বাচনী ফলাফলের পর। এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৯, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জনসহ মাঠে ছুটছেন ১৬ প্রার্থী। কেউ ছুটছেন দলীয় পরিচয় নিয়ে আবার কেউ নিজেদের সমর্থন আর পুর্ব পরিচিতি নিয়ে। যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে।

সকলের মুখে এক বাণী নির্বাচিত হলে উপজেলাবাসীর উন্নয়নে কাজ করবেন। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে নির্বাচন হাওয়া যেন ছড়িয়ে পড়েছে দীঘিনালাবাসীর ঘরে ঘরে।

৪র্থ দফায় অনুষ্ঠিত দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে ২৫টি কেন্দ্রে। এতে পুরুষ ৩৪ হাজার ১শ ১২ জন ও মহিলা ৩১ হাজার ৭শ ৬১ জনসহ মোট ভোটার সংখ্যা ৬৫ হাজার ৮ শত ৭৩ জন। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন ।

যাচাই, বাছাই ও প্রত্যাহার শেষে টিকে থাকা প্রার্থীদের মধ্যে ৯ চেয়ারম্যান, ৪ পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান মাঠে লড়ছে। তারা হচ্ছেন- চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মোঃ কাশেম (চিংড়ি মাছ), স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন চৌধুরী (দোয়াত কলম), বিএনপির একক প্রার্থী মোশাররফ হোসেন (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী খনিরঞ্জন ত্রিপুরা (ব্যাটারী), ইউপিডিএফ সমর্থিত (বর্তমান চেয়ারম্যান) ধর্ম্ববীর চাকমা (কাপ-পিরিজ), নব কমল চাকমা (হেলিকপ্টার), চয়ন বিকাশ চাকমা (আনারস), প্রিয়দর্শী চাকমা  মোটর সাইকেল) ও রিপন চাকমা (টেলিফোন)।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে আ:রহমান (টিউবওয়েল) আ: সালাম (টিয়াপাখী) সুপ্রিয় চাকমা (তালা) ,সুসময় চাকমা (চশমা) প্রতীক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-আফরোজা বেগম (পদ্মফুল) ,সোনালী চাকমা (কলস) ও গোপা দেবী চাকমা (প্রজাপতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন। 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন