parbattanews

দীঘিনালা জোনের উদ্দ্যোগে জন-সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

DSC05232

মোঃ আল আমিন ,দীঘিনালা:

খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্দ্যোগে জন-সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দীঘিনালা জোনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা র্নিবাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শাহাদাৎ হোসেন টিটু,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শতরুপা চাকমা, আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, বিএনপি’র সভাপতি মোঃ মোসলেম উদ্দীন, স্থানীয় ব্যবসায়ী, বাজার সভাপতি/সম্পাদক, মালিক সমিতির প্রতিনিধি,জীপ সমিতির প্রতিনিধি, এবং উপজেলার  জনপ্রতিনিধিগণ ও সামরিক/বেসামরিক কর্মকতা গণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন জন-সচেতনামূলক আলোচনা করা হয়। জোন অধিনায়ক লেঃ কর্ণেল,মোঃ লোকমান আলী উপস্থিত সকলের উদ্দ্যেশে বলেন, জন সচেতনেতায় পারে আমাদের জীবন মান উন্নত করতে। তিনি আরো বলেন, আমাদের র্পাবত্য এলাকায় যে সকল বেইলী ব্রীজ রয়েছে সবগুলো (প্রায়)  ঝুকিঁপূর্ণ। ১০ টনের অধিক মালামাল পারাপারের নিষিদ্ধ থাকলেও ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এর চেয়ে অধিক মালামাল পারাপার করে ফলে এই ব্রীজগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। তাই ব্যবসায়ীদের  প্রতি এই বিষয়ে নজর রাখার কথা বলেন।

Exit mobile version