parbattanews

দীঘিনালা জোনের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা জোনের উদ্যোগে গরীব ও দুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলার তারাবুনিয়া এলাকায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলে এ ক্যাম্প। মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন, দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ফয়সাল আখতার।

এসময় তারাবনিয়া, ক্ষেত্রপুর, ডলুছড়ি এলাকার ২ শত তিনজন উপজাতি রোগীকে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় ঔষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা নিতে আসা মুরতি মোহন চাকমা (৭০) জানান, দীর্ঘ দিন যাবৎ পেটের ব্যথায় ভোগছি। চিকিৎসা নিতে পারিনি। সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পের খবর পেয়ে ওষুধ নিতে এসেছি। চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুব ভালো লাগছে।

দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ফয়সাল আখতার জানান, উপজেলার দুর্গম এলাকাকে এ ধরণের ক্যাম্প নিয়মিত পরিচালনা করা হয়। ভবিষ্যতে অব্যহত থাকবে।

এসময় তিনি আরও জানান, এ ক্যাম্পে দুইশত তিনজন গরীব ও দুস্থ রোগীর মাঝে চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।

Exit mobile version