parbattanews

দীঘিনালা জোনের উদ্যোগে চিকিৎসা অনুদান প্রদান

দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় হতদরিদ্র পাহাড়ি মহিলাকে চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জোন সদরে অনুদান তুলে দেন দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল স্ফটা অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

জানাযায়, উপজেলার নিমাই কার্বারী পাড়া গ্রামের আপন বালা ত্রিপুরা (৪৫) দীর্ঘদিন যাবৎ কিডনিসহ জটিল রোগে আক্রান্ত ছিলেন। পরে চিকিৎসার জন্যে দীঘিনালা জোনে আবেদন করা হলে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এদিকে চিকিৎসার অনুদান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, আপন বালা ত্রিপুরা।

এব্যাপারে দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রেখেছেন, পূর্বেও দীঘিনালা জোন পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Exit mobile version