parbattanews

দীঘিনালা ডিগ্রী কলেজে বাউবি’র এইচএসসি কেন্দ্র চালুর দাবিতে মানববন্ধন

দীঘিনালা প্রতিনিধি:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়(বাউবি) অধীনে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পুনঃবহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দীঘিনালা ডিগ্রি কলেজ (বাউবি) কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থীরা।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক ঘন্টার মানববন্ধন কর্মসূচি দীঘিনালা ডিগ্রি কলেজে চত্বরে অনুষ্ঠিত হয়।

পরে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু নব কমল চাকমা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর অালম রাজু এবং ছাত্রলীগ দীঘিনালা ডিগ্রি কলেজের সভাপতি মো. ইমরান।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু নব কমল চাকমা বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে এইচএসসি প্রোগ্রামে বর্তমানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০২৩জন। এক হাজার ২৩ শিক্ষার্থী ২০ কিলোমিটার দূর খাগড়াছড়ি কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেয়া খুবই কষ্টকর। তাই ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি একাত্মা প্রকাশ করে বাতিল হওয়া এইচএসসি প্রোগ্রামের কেন্দ্র অবিলম্বে দীঘিনালা ডিগ্রি কলেজ কেন্দ্রে চালুর দাবি জানান।

দীঘিনালা উপজেলার দুর্গম হাজাছড়া গ্রামের এইচএসসি পরীক্ষার্থী মোছা. অাছমা অাক্তার জানান, অামার অাট মাস বয়সি ছেলেকে নিয়ে খাগড়াছড়ি গিয়ে পরীক্ষা দেয়া খুবই কঠিন। তাই এখানে অাগের মতো পরীক্ষা কেন্দ্র চালু হলে অামার মতো সাংসারিক মেয়েরা উপকৃত হবে, দেশ থেকে নিরক্ষরতার হার কমে অাসবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খাগড়াছড়ি কেন্দ্রের অাঞ্চলিক সমন্বয়কারি হেলাল উদ্দীন পাটোয়ারি জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচএসসি’র পরীক্ষা কেন্দ্র দীঘিনালায় ছিল, কিন্তু কী কারণে বাতিল হয়েছে; তা অামার জানা নেই। কেন্দ্রটি পুনরায় চালুর সুপারিশ করা হবে।

Exit mobile version