parbattanews

দীঘিনালা থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

দীঘিনালা ( খাগড়াছড়ি) সংবাদদাতা : 

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ জনগণের বন্ধু। রমজান মানুষকে ধৈর্য্য ও সংযমী হতে শেখায়, রমজান মানুষের মাঝে ধনী- গরীব, হিংসা- বিদ্বেষ ভুলিয়ে দেয়। রমজানের শিক্ষায় সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়ীক সম্প্রীতি বন্ধন সৃষ্টি করে।’ খাগড়াছড়ির দীঘিনালা থানার আয়োজনে শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিল আয়োজন করেন দীঘিনালা থানার পক্ষ থেকে থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, দীঘিনালা জোন উপ-অধিনায়ক মেজর মোঃ হাফিজুর রহমান পিএসসি, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ তৌহিদুল ইসলাম মান্নান, খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান, সহাকারী পুলিশ সুপার ফরহাদ আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন, উপজেলা আওয়ালীগের সভাপতি মোঃ কাশেম, বিএনপি‘র সভাপতি মোঃ মোসলেম উদ্দিন , ছাত্রদলের সভাপতি মোঃ সোহরাব, ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুব আলম, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, প্রেস ক্লাব সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেএসএস (লারমা) গ্রুফের উপজেলা নেতা জ্ঞান চাকমা প্রমূখ।

Exit mobile version