parbattanews

দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সহ-সভাপতি প্রজ্ঞান জ্যোতি চাকমাকে আটকের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি:

দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সভাপতি পরিতোষ চাকমা ও সাধারণ সম্পাদক ধর্মজ্যোতি চাকমা শুক্রবার সংবাদ মাধ্যমকে দেয়া এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সহ-সভাপতি প্রজ্ঞান জ্যোতি চাকমাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।

বিবৃতিতে তারা অভিযোগ করে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে প্রজ্ঞান জ্যোতি চাকমা ব্যবসার কাজে বাবুছড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনের একটি দোকানে অবস্থান করছিলেন। এ সময় কোন কারণ ছাড়াই তাকে আটক করা হয় এবং পরে থানায় হস্তান্তর করে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়।’

নেতৃবৃন্দ অবিলম্বে প্রজ্ঞান জ্যোতি চাকমাকে নিঃশর্ত মুক্তি, জনগণের উপর অন্যায় ধরপাকড় ও হয়রানি বন্ধ করা, মিথ্যা মামলা প্রত্যাহার, বিজিবি ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর অন্যত্র নির্মাণ এবং উচ্ছদ হওয়া ২১ পরিবারকে তাদের নিজ জমিতে ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।

Exit mobile version