parbattanews

দীঘিনালা-লংগদু সরাসরি সড়ক যোগাযোগ সাত দিন ধরে বিচ্ছিন্ন, জনদূর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালার বড়মেরুং এলাকায় বেইলি ব্রিজ ধসে পড়ায়  খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির লংগদুর সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা সাত দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে । যাত্রীরা ব্রিজের একপাশের গাড়ি থেকে নেমে  অন্যপাশের গাড়িতে উঠে গন্তবে যাচ্ছে।  সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ লাখো মানুষ সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছে।  সেনাবাহিনী জন দূর্ভোগ লাগবে অস্থায়ীভাবে বিকল্প সড়ক নিমার্ণ করলেও পাহাড়ি ঢলে ভেসে গেছে।

গত শুক্রবার(২০ সেপ্টেম্ব) সকাল ১০টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি দুমড়েমুচরে যায়। ব্রিজের দু’পাশে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। বেইলী ব্রিজটি ধসে পড়ার কারণে খাগড়াছড়ির সাথে রাঙামাটির লংগদু উপজেলা ছাড়াও  দীঘিনালা সদর উপজেলার সাথে ঐ উপজেলার একটি বিরাট অংশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

দীঘিনালা জোনের লে.কর্ণেল লোকমান আলী  জানান, ব্রিজটি মেরামতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছে। সচল করতে আরো কয়েক দিন সময় লাগবে।  

Exit mobile version