parbattanews

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে তৈরী করা হয়েছে করোনাভাইরাস কক্ষ

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ব প্রস্তুতি হিসেবে “করোনা ভাইরাস কক্ষ” তৈরী করা হয়েছে। মঙ্গলবার(১০ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলাদা ভবনের একটি কক্ষকে “করোনাভাইরাস কক্ষ” হিসেবে চালু করা হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কক্ষটিতে একটি খাট (লেপ তোষক সহ) একটি ড্রেসিং টেবিল, একটি টিভি, একটি চেয়ার রয়েছে। এছাড়া কক্ষটিতে এটাচ বাথরুম রয়েছে।

এব্যাপারে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার জানান, কক্ষটিতে বাথরুম ছিলো না। জরুরী ভিত্তিতে এটাচ বাথরুম তৈরী করে “করোনাভাইরাস কক্ষ” হিসেবে চালু করা হয়েছে।

তিনি আরো জানান, করোনাভাইরাস রোগী যদি সনাক্ত হয় তবে এ কক্ষেই চিকিৎসা প্রদান করা যাবে।

Exit mobile version