parbattanews

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সামগ্রী বিতরণ

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ মোকাবিলায় উন্নত চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগীতায় এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তনয় তালুকদার।

এসময় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ২০টি, বেড ২০টি, অগ্নিনির্বাপক ১টি, অটোক্লেব ১টি মাইক্রোস্কোপ ১টি, ট্রলী ১০টি সহ প্রায় ১১ লক্ষ টাকার উন্নত চিকিৎসা সামগ্রী বিতরণ করা ছাড়াও উপজেলার ১৮টি বিদ্যালয়ে ১৪ লক্ষ টাকা ব্যয়ে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করা হয়।

Exit mobile version