দীর্ঘ সাড়ে ৫মাস কারাভোগের পর উখিয়া উপজেলা চেয়ারম্যান এড.শাহাজালাল চৌধুরীর জামিন লাভ

Shajalal

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজার জেলার উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট একেএম শাহ্জালাল চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ সাড়ে ৫ মাস কারাভোগের পর বুধবার বেলা ২টার দিকে জেলা কারাগার থেকে তিনি বের হয়।
গত বছরের ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু ও উখিয়ার বৌদ্ধ বিহারে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯টি মামলা হয়। দীপাংকুর বৌদ্ধ বিহার ভাংচুর মামলায় শাহজালাল চৌধুরীকে ১নং এজাহারনামীয় আসামী করা হয়। এ কারণে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে প্রকাশ্যে এলে ১৭ জানুয়ারী রাতে নিজ বাসা থেকে পুলিশ তাকে খয়রাতিপড়ার মামলায় মামলায় আসামী দেখিয়ে গ্রেফতার করে। ওই মামলাতেও তিনি জামিন পেলে তাকে শ্যুন এ্যারেষ্ট দেখানো হয়। পরবর্তীতে একে একে ছয়টি মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল।
উখিয়া উপজেলার বিএনপি সাধারন সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী জানান, যে সব বৌদ্ধমন্দির পুড়ানো মামলায় তাকে গ্রেফতার করা হয় ওইসব মন্দিরের ধর্মীয় গুরুরাই এ মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে বিবৃতি দিয়েছিলেন। এমনকি তারা শাহ্জালাল চৌধুরীর মুক্তির দাবীতে গণস্বাক্ষর নিয়ে প্রশাসনের নিকট জমা দিয়েছিলেন। এরপরও তাকে মুক্তি দেয়া হয়নি। বরং নতুন মামলা দিয়ে তাকে সাড়ে পাঁচ মাস জেলে আটকে রাখা হয়।

তার আইনজীবী এডভোকেট আবদুল মান্নান জানান, সর্বশেষ ২৪ জুন সোমবার ছয়টি মামলার সবকটিতেই উচ্চ আদালত শাহ্জালাল চৌধুরীকে জামিন দিয়েছেন। একইসাথে উচ্চ আদালত আগামী ছয় মাসের মধ্যে তাকে কোন ধরনের হয়রানি না করার জন্যও নির্দেশ দেয়।
কক্সবাজার জেল সুপার সাঈদ হোসেন জানান, যথাযথ আইনী প্রক্রিয়ায় তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “দীর্ঘ সাড়ে ৫মাস কারাভোগের পর উখিয়া উপজেলা চেয়ারম্যান এড.শাহাজালাল চৌধুরীর জামিন লাভ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন