parbattanews

দীর্ঘ ১৫ দিনেও কেপিএম উৎপাদনের মুখ দেখেনি।

কাপ্তাই প্রতিনিধি:

দীর্ঘ ১৫ দিন যাবত কেপিএম (কর্ণফুলী পেপার মিলস) এর উৎপাদন বন্ধ। কেপিএমের প্রধান পাম্প হাউজ নদীর তলদেশে বিকল হওয়ার কারণে ২২জুলাই থেকে কেপিএমে এ উৎপাদন বন্ধ রয়েছে।

সূত্র মতে জানা যায়, কর্ণফুলীর তলদেশে পাম্পহাউজটির মুখ থাকায় এবং কাপ্তাই স্প্রীলওয়ে চালু থাকার কারেণে যান্ত্রিক দ্রুটি  মেরামত করা সম্ভব হয়নি। মিল কর্তৃপক্ষ পাম্পহাউজটি মেরামত করার জন্য নৌ ডুবরী এবং বিভিন্ন টেকনিশিয়ান দিয়ে শত চেষ্টা করার পর ও সচল করতে পারেনি।

বর্তমানে নদীর পানি কমে যাওয়ায় এবং স্প্রীল বন্ধ থাকায় পুনরায় মিল কর্তৃপক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করে শনিবার মিলের নিউ পাম্পটি সচল করেছে। রবি বা সোমবারের মধ্যে মেরামত কাজ সম্পন্ন করে কেপিএম আবার উৎপাদনে যাবে বলে জানাযায়।

Exit mobile version