parbattanews

দীর্ঘ ৬ মাস পর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের শপথ বাক্য পাঠ

1up (1) copy

কাপ্তাই প্রতিনিধি:

দীর্ঘ ছয় মাস পর রিভিউ পিটিশন মামলার জটিলতা কাটিয়ে অবশেষে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যদের শপথ গ্রহণ বুধবার সকাল সাড়ে নয়টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সকল সদস্য ও সংরক্ষিত মহিলাদের শপথ বাক্য পাঠ করান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, সুব্রত বিকাশ তংচংঙ্গ্যা, ইউপি চেয়ারম্যন প্রকৌ. আব্দুল লতিফ, খ্যাইসং মারমা, সায়ামং মারমা, চিরন্জীত তংচংগ্যা, সাংবাদিক করিব হোসেন,ঝুলন দত্ত প্রমুখ।

মঙ্গলবার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীকে রাঙ্গামাটি জেলা প্রশাসক শপথ বাক্যা পাঠ করান। ছয়মাস পর শপথ নিয়ে ইউপি সদস্য আজিজুর রহমান  এবং সংরক্ষিত মহিলা সদস্য নয়ন আক্তার ও  রহিমা বেগম বলেন, আমরা এ শপথ নিয়ে খুশী এখন থেকে জনগণের কাজ করতে পারবো।

Exit mobile version