parbattanews

দীর্ঘ ৭০ বছর পর তুরস্কে উদ্বোধন হলো ঐতিহাসিক তাকসিম মসজিদ

ফাইল ছবি

ঐতিহাসিক আরও একটি মুহুর্তের সাক্ষী হলো তুরস্ক। প্রায় ৭০ বছর ধরে চলমান নানা বাঁধা-বিপত্তির মোকাবেলা করে ঐতিহাসিক তাকসিম স্কয়ারে (গেজী পার্ক) নির্মিত মসজিদ উদ্ধোধন হলো। ইস্তান্বুলের তাকসিম/গেজী পার্ক এলাকাটি সেক্যুলার-কামালিস্টদের বুদ্ধিভিত্তিক কেন্দ্র হিসেবে পরিচিত, স্বভাবতই দুনিয়ায় সকল আকামেরও কেন্দ্রস্থল! পাশাপশি এলাকাটি ট্যুরিস্টদেরও অন্যতম গন্তব্য।

এর মূল পয়েন্টে একটি মসজিদ নির্মাণে ষাটের দশক থেকেই পরিকল্পনা চলে আসছে। কখনো সামরিক বাহিনী, কখনোবা আদালত আবার কখনোবা সাংস্কৃতিক-মিডিয়া কর্মী/ শিল্পিদের নামে সেক্যুলার ব্লক এর তীব্র বিরোধীতা করেছে, মসজিদের নির্মান কাজ বন্ধ করে দিয়েছে। অবশেষে আজ শুক্রবার (২৮ মে) ঐতিহাসিক এই মসজিদটির উদ্ধোধন হলো যা তুরস্কের ইসলামপন্থীদের বিশাল এক স্বপ্ন ছিল। প্রেসিডেন্ট এরদোয়ান আজ জুমা নামাযের পর মসজিদটির উদ্ধোধন করেছেন। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আগত মেহমানরা সেখানে উপস্থিত থাকবেন।

তাকসিম মসজিদটি নিজেই একটা ইতিহাস। যেই তাকসিম থেকে আজানকে বারবার বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে সেখান থেকেই আযানের সুমধুর সুর ভেসে আসবে।

Exit mobile version