parbattanews

দুই গার্মেন্ট মালিককে ৬ দিন ও দুই প্রকৌশলীকে ৪ দিন করে রিমান্ড দিয়েছে আদালত

ডেস্ক নিউজ

সাভারের রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় গার্মেন্ট কারখানা নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও বজলুস সামাদ আদনানকে ৬দিনের করে ১২ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া সাভার পৌরসভার দুই প্রকৌশলী এমতেনাম ও আলম মিয়াকে দুই মামলায় ৪ দিন করে মোট আটদিনের রিমান্ডে নেয়ার এছাড়া নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট তাজুল ইসলাম এ এ নির্দেশ দেন।

সাভার থানা পুলিশের এসআই কায়সার মাতব্বর পৃথক দু’টি মামলায় ৭দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।  

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।

এর আগে  শনিবার সকাল ১১টার দিকে সাভার পৌরসভা ভবন থেকে নির্বাহী প্রকৌশলী ইমতেমাম হোসেন ও সহকারী প্রকৌশলী আলম মিয়াকে এবং শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করেছে বজলুস সামাদ আদনান ও পরিচালক মাহমুদুর রহমান তাপসকে গ্রেফতার করা হয়।

গত বুধবার সকাল পৌনে নয়টায় সাভার বাসস্ট্যান্ডের পাশে নয় তলাবিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আড়[ই হাজারেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

Exit mobile version