parbattanews

দুই চাকমা নেতা আটক নিয়ে বাঘাইছড়ি থানায় দিনভর নানা নাটক

নিজস্ব প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দিনব্যাপী অভিযান চালিয়ে পুলিশ সাজেক ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জেএসএস সন্তু গ্রুপ সভাপতিকে আটক করেছে দিনভর নানা নাটক করেছে থানা পুলিশ। বুধবার ( ৯মে) তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা এবং বাঘাইছড়ি উপজেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের (পিসিজেএসএস) সভাপতি প্রভাত কুমার চাকমা।

এই আটকের বিষয়ে বাঘাইছড়ি থানায় সারাদিন মিডিয়া কর্মীরা যোগাযোগ করে। কিন্তু থানা থেকে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। গোয়েন্দা সূত্রে শোনা যায়. জেলা সদরের এক প্রভাবশালী জনপ্রতিনিধি এই দুই চাকমা নেতাকে ছেড়ে দেয়ার জন্য তদ্বির চালাচ্ছে।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনব্যাপী অভিযান চালিয়ে নেলসন চাকমা ও প্রভাত কুমার চাকমাকে থানায় নিয়ে আসা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদেরকে বর্তমানে পাহাড়ের অভ্যন্তরীণ বিশেষ পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ খবরে জানা গেছে রাতে তাদের থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।

Exit mobile version