parbattanews

দুই ত্রিপুরা কিশোরী হত্যা: প্রতিবাদে থানচিতে মানববন্ধন

থানচি প্রতিনিধি:

দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের থানচি উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ত্রিপুরা কল্যাণ সংসদ, থানচি উপজেলা শাখা।

রোববার (২৭ মে) সকালে থানচি উপজেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন করে ত্রিপুরা সমাজ।

এ সময় ত্রিপুরা কল্যাণ সংসদের বোনক্টিট ত্রিপুরা, নসরাং মাষ্টার, অন্তিমা ত্রিপুরা, সচেতন নাগরিক সমাজের থুইমংপ্রু মারমা, মেমং প্রু মারমা, ছাত্র সমাজের পক্ষে নুমং প্রু মারমাসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িত আবুল হোসেনসহ অন্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।অন্যথায় পাহাড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে উপজেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে মিছিলটি থানচি বাজার প্রদক্ষিণ করে ফের উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Exit mobile version