parbattanews

দু’একদিনের মধ্যে রাজ্জাককে ফিরিয়ে আনা হবে: বিজিবি ডিজি

BGB1

নিউজ ডেস্ক:
নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত আনার জন্য পতকা বৈঠকে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজবি) ৬ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার যাচ্ছেন। পতাকা বৈঠকের মাধ্যমে দু’একদিনের মধ্যে বিজিবি নায়েক রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা যাবে। তাকে ফেরত দেয়ার ব্যাপারে মিয়ানমার কর্তৃপক্ষ কোনো শর্ত দেয়নি।

বুধবার বেলা সাড়ে ১২টায় বিজিবির সদর দপ্তরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিজিবি মহাপরিচালক মে. জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, ‘মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) পক্ষ থেকে রাজ্জাককে ফেরত দেয়ার জন্য পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়কসহ ১০ জন প্রতিনিধি থাকবে। বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে কারা থাকবে তাদের নাম চাওয়া হয়েছে। আর কোনো শর্ত জুড়ে দেয়া হয়নি।’

ডিজি বলেন, ‘ঘটনার পরপর বিষয়ট আমাকে জানানো হয়। আমি আমার কমান্ডারদের করণীয় নির্দেশনা দিয়েছি। কূটনৈতিকভাবে, এমনকি বিজিপির সঙ্গে আমাদের চুক্তির কথা উল্লেখ করেও এর প্রতিবাদ করেছি। বিজিপির পক্ষ থেকে রাজ্জাকের সুস্থতার কথা প্রথমে আমাদের জানানো হয়েছিল। কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আপত্তিকর ছবি প্রকাশ পেয়েছে। এসবেরও আমরা প্রতিবাদ করেছি। শুনেছি তাকে (রাজ্জাক) নিয়ে যাওয়ার আগে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে কিভাবে তার (রাজ্জাক) নাক থেকে রক্ত বের হয়েছে সে আসলে তা জানা যাবে।’

সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মিয়ানমারের পাঠানো চিঠিটি পড়ে শোনান। আগামীকাল ২৫ জুন পতাকা বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

তবে বিজিবি মহাপরিচালক জানান, রাজ্জাক ফিরতে দু’একদিন সময় লাগতে পারে। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট এলাকার দূর্যোগপূর্ণ আবহাওয়ার কথা তুলে ধরেন।

বিজিবি প্রধান বলেন, ‘রাজ্জাককে ফিরিয়ে আনতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণায়লয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং মিয়ানমারে বাংলাদেশ হাইকমিশন একযোগে কাজ করে যাচ্ছে।’

মিয়ানমারের দেওয়া আশ্বাসের উপর আস্থা রেখে ডিজি বলেন, ‘তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়েছে। আশ্বাসে মনে হয়েছে দ্রুত রাজ্জাককে ফিরিয়ে আনতে পারব।’

কিভাবে নায়েক রাজ্জাক অপহৃত হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাফ নদীর বাংলাদেশ অংশে দুইটি নৌকায় তিনজন করে বিজিবি সদস্য টহল দিচ্ছিল। ঘটনার সময় নৌকা দুটির মধ্যে প্রায় ৫শ গজ দূরত্ব ছিল। একসঙ্গে টহলের পর কিভাবে দূরত্ব সৃষ্টি হলো তা রাজ্জাক আসার পর জানা যাবে।’ তবে ঘটানাটি বাংলাদেশের অভ্যন্তরীণ সীমায় ঘটেছে বলে তিনি স্বীকার করেন।

Exit mobile version