parbattanews

দুরছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৭২ ব্যাবসায়ীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (২২ জুলাই) সকাল ১১ ঘটিকায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। এসময় খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান বিল্টু চাকমা, স্থানীয় ইউপি সদস্য মনির হোসেনসহ ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে, পরবর্তী পর্যায়ে আরো সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসনের খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১৫ কেজি, তেল ৪ লিটার, পেঁয়াজ ৪ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, লবণ ১ কেজি।

উল্লেখ্য যে, গতকাল ২১ জুলাই বৃহস্পতিবার সকালে গ্যাস ও তেল ব্যাবসায়ী মিলনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এতে ৬৯ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়, এতে আনুমানিক ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যাবসায়ীদে।

Exit mobile version