parbattanews

‘দুর্গম এলাকার মানুষের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করছে’

দুর্গম এলাকায় বসবাসরত মানুষের ভাগ্যের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।বুধবার (২৯ডিসেম্বর) সকালে পাচউবো’র উদ্যোগে নিজস্ব ভবনে গণশুনানী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, পার্বত্য এলাকায় যেখানে বিদ্যুৎ পৌছানো সম্ভব না সেইসব এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৪০ হাজার মানুষের মাঝে বিনামূল্যে সোলার বিদ্যুৎ প্রদান করা হবে। দুর্গম এলাকার উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

গণশুনানীতে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ইফতেকুর রহমান, সদস্য বাস্তবায়ন মো. হারুনুর রশিদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা এ সভায় অংশ নেন।

এসময় উপস্থিত বক্তারা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

Exit mobile version