‘দুর্গম এলাকার স্কুল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করা হবে’

fec-image

রামগড় বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ারুল মাযহার বলেছেন, অপারেশন উত্তরণের আওতায় চলমান শান্তকরণ কর্মসূচির মাধ্যমে রামগড় জোনের অধীনে দুর্গম প্রত্যন্ত এলাকায় অবস্থিত স্কুল ও ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন কাজ করা হবে।

এছাড়া অসহায় হতদরিদ্র মানুষের সহায়তা প্রদানও অব্যাহত থাকবে। জোন কমান্ডার আরও বলেন, সুবিধা বঞ্চিত এলাকার প্রাইমারি স্কুলের শিশু শিক্ষার্থীদের বিনোদন ও খেলাধূলার বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

রবিবার (১৪ মার্চ) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় বিজিবি জোন সদরে ধর্মীয় প্রতিষ্ঠান ও হতদরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার এ কথা বলেন। তিনি এসব পরিকল্পনা বাস্তবায়নে সংবাদিকদের সহযোগিতার অনুরোধ জানান।

পরে স্থানীয় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসা, কন্যা বিবাহ, অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য হিসেবে নগদ আর্থিক অনুদান এবং গৃহ নির্মাণ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

এসময় বিজিবির বিভিন্ন পদবীর সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন