parbattanews

‘দুর্গম লক্ষ্মীছড়ি এখন বহুমাত্রিক উন্নয়নের কেন্দ্রবিন্দু’

পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পাহাড়ে চলামান উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকায় প্রার্থীরকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেছেন, এক সময় খাগড়াছড়ি জেলার মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলা ছিলো সবচেয়ে পিছিয়ে পড়া উপজেলা। সরকারি কর্মকর্তা অফিস করার মতো পরিবেশ ছিলো না। সন্ধ্যার পরে ভুতুড়ে আঁধার নেমে আসতো। বর্তমান সরকারের আমলে যোগাযোগ, বিদ্যুৎ এবং শিক্ষার দিক থেকে প্রত্যাশিত উন্নয়ন সাধিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরে জাতীয় শোক দিবসের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীছড়ি উপজেলা আওযামী লীগের সভাপতি রেম্রাচাই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম। জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শাহিনা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার, নিলোৎপল খীসা, মংক্যচিং চৌধুরী, মাইন উদ্দীন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরাসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মী।

Exit mobile version